শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১১:৪০ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর আমবাগান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে।
এ সময় তিনটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পাশের একটি ক্লাবে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মুস্তফিজুর রহমান সুমন, শামীম, মোতালেব ও নয়ন শেখ। এছাড়া ফিরোজ নামে আরো একজন আহত হয় এসময়।
গুলিবিদ্ধ সুমন ও শামীমকে রাজশাহীতে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার সময় বাবু, শফিকুল এবং আনোয়ার শেখের বাড়ি ভাংচুর করা হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা জানান, ঘটনার সময় প্রায় ২০/২৫ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। স্থানীয়দের মতে, দুপক্ষই সরকারী দলে রাজনীতির সাথে জড়িত এবং আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ফাঁড়ির এটিএসআই মতিয়ার রহমান গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসার আগেই পরিস্থিতি শান্ত স্বাভাবিক হয়ে যায়।
শুক্রবার দুপুরে ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনপক্ষই মামলা দায়ের করতে আসেনি।
© All rights reserved 2020 ® newspabna.com