শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:১৯ অপরাহ্ন
ঈশ্বরদীতে ঈদের বাজার জমে ওঠেনি
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদী বাজারে জমে উঠেনি ঈদের কেনাকাটা । কোরবানী ঈদ ঘনিয়ে আসলেও ঈদের কেনাকাটা জমে না উঠায় বিভিন্ন বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভীড় নেই বললেই চলে।
জাকের সুপার মার্কেট, মনির প্লাজা, পৌর সুপার মার্কেট এবং বঙ্গবন্ধু সুপার মার্কেটগুলোর বিপণী বিতানে ক্রেতাদের ভীড় না থাকায় হতাশা প্রকাশ করেছেন বিক্রেতারা।
নিউ কালেকশন বিতানের মালিক আলহাজ্ব সোহেল রানা জানায় , ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আযহায় কেনাকাটা এমনিতে কম হয়, তারপরেও এ বছর অন্যান্য বছরের তুলনায় ঈদুল আযহার কেনাকাটা তুলনামূলকভাবে অনেক কম হওয়ায় বেশ হতাশ তারা । এ জন্য দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকেই দায়ী করলেন।
মল্লিকা শাড়ি ভূবণের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন দুলাল জানান, বিগত ১০ বছরে ঈদের বাজারে এমন মন্দা ছিল না। তাঁর ভাষ্য মতে ঈদের আর ৪ দিন বাকী কিন্তু যে পরিমান ক্রেতার চাপ থাকার কথা সে পরিমাণ চাপ নেই।
জেন্স ওয়্যার ফ্যাশনের মালিক তানবিন রিজন জানান, ঈদেই যে জমজমাট ব্যবসা হওয়ার কথা সেইভাবে এবার ব্যবসা হচ্ছে না। আগামী দুদিনে হয়তো কিছু বেচাবিক্রি হবে বলে আশা করছি।
রেলওয়ে সুপার বাজারের ব্যবসায়ী জাফর আলী বলেন, নিম্ন আয়ের লোকজনের পক্ষে দুই ঈদে কেনাকাটা করা কষ্টসাধ্য হওয়ায় এবার ঈদে তেমন কাপড়ের বিক্রি নেই। শেষ মুহুর্তে এসে কিছু কেনাকাটা হবে বলে মনে হচ্ছে।
টেইলার্স গুলিতে নেই জামা কাপড় তৈরীর ভীড় , টেইলার্সের কারিগররা অলস সময় কাটাচ্ছে । এ ছাড়া সু দোকান এবং জুয়েলারী দোকান গুলিতে ক্রেতা নেই ফলে পুরো ঈদের বাজার ক্রেতা সংকটে ভুগছে।
© All rights reserved 2020 ® newspabna.com