শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১১:৫৪ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একদিনে সর্বোচ্চ ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ঈশ্বরদীতে করোনা আক্রান্তের সংখ্যায় এটি রেকর্ড। এ পর্যন্ত প্রতিদিন দুইজন-তিনজন করে করোনা শনাক্ত হলেও রোববার একদিনেই নতুন ৮৭ জন আক্রান্ত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিসংখ্যান অফিস সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এফ.এ. আসমা খান জানান, রোববার (০৫ জুলাই) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কাজে আসা ৫৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায় এবং বগুড়া টিএমএসএস হাসপাতাল থেকে ৪ জনের পজেটিভ রিপোর্ট আসে।
এছাড়া একই দিনে ঢাকা ল্যাব থেকে ঈশ্বরদীর ২৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এতে একদিনেই ঈশ্বরদীতে সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে।
তিনি জানান, এর আগে একদিনে ৩৫ জনের করোনা শনাক্ত ছিল সর্বোচ্চ। নতুনদের নিয়ে ঈশ্বরদীতে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১২২ জনে।
© All rights reserved 2020 ® newspabna.com