রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১০:৩৮ অপরাহ্ন
ঈশ্বরদীতে এবার প্রধান রবি শস্য গম উৎপাদনে দারুণ বিপর্যয় ঘটেছে। নিকব্লাস্ট নামে এক ধরনের রোগে মাঠের পর মাঠের গমক্ষেত নষ্ট হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গম গাছে শীষ বের হওয়ার পর শীষের মাথা শুকিয়ে গেছে। দানাগুলো দুর্বল। ফলে বিঘা প্রতি যেখানে ১২ থেকে ১৮ মণ করে গম উৎপাদন হওয়ার কথা সেখানে ২ থেকে ৩ মণের বেশি ফলন পাওয়া যাচ্ছে না।
ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের কৃষক মুরাদ মালিথার গম ক্ষেত পরিদর্শনে এসে বিনার গম বিশেষজ্ঞ ড. আবুল কালাম আজাদ এ সম্পর্কে বলেন, এটা নিকব্লাস্ট নামের এক ধরনের রোগ যা এই দেশে এই প্রথম এসেছে। এ ধরনের রোগ সাধারণভাবে দেখলে বোঝা যায় না।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহকারী পরিচালক হজরত আলী বলেন, হঠাৎ বেশি শীত ও পরে আকস্মিক গরম আবহাওয়ার কারণে গমে এই রোগ দেখা দিতে পারে। নতুন এই রোগের কারণে এবার ভাল বীজের সংকট দেখা দিতে পারে। তবে কৃষি বিভাগ থেকে এই পরিস্থিতি মোকাবেলায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved 2021 ® newspabna.com