শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০২:৩১ পূর্বাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীর পাকশীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বলেন, মঙ্গলবার (৩ মে) সকালের দিকে ওই গৃহবধূর স্বামী সাহাবুল মল্লিক ও তাঁর মা কমলা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতদের গ্রামের বাড়ি দিয়াড়বাঘইল থেকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী ইপিজেড কারখানার শ্রমিক সালমা খাতুনকে গত রোববার রাতে বাড়ির পাশে পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সোমবার (২ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সালমা ।
সালমার চাচা আলম প্রামাণিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেন দায়ের করেন। মামলায় নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আসামি করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com