রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০২:৫৫ পূর্বাহ্ন
ফাইল ছবি
ঈশ্বরদী প্রতিনিধি : যথাযোগ্য মর্যদায় ঈশ্বরদীতে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকালে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং ইক্ষু গবেষণা ইন্সটিটিউটে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্র লীগ, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান।
এসময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিণ পিয়া প্রমুখ।
ঈশ্বরদী, দাশুড়িয়া, পাকশীসহ এলাকার সকল শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দিনব্যাপী কর্মসূচী পালিত হযেছে।
© All rights reserved 2020 ® newspabna.com