বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১০:২০ অপরাহ্ন
ঈশ্বরদী সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিন থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।
মঙ্গলবার (০৯ মার্চ) আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের রানিং সেডে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এসময় ফেনসিডিলের কোন মালিককে পাওয়া যায়নি।
জানা গেছে, অভিযানের সময় ওই ট্রেনের চালক নজিবর রহমান ও সহকারী চালক আব্দুর রকিব দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে দু’জনের মোবাইলে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি গোপাল কুমার বলেন, এ ঘটনায় এখনো কোনো এজাহার পাইনি। এজাহার পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved 2021 ® newspabna.com