মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৬:৪১ অপরাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে ধরা পড়ল তালিকাভুক্ত কুখ্যাত ৭ মাদক ব্যবসায়ী, গতকাল সারারাত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ঈশ্বরদী থানা সূত্র।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল হকের নেতৃত্বে ঈশ্বরদী থানার ওসি, ইনচার্জ পাকশী ও ইনচার্জ ঈশ্বরদী ফাড়ির সহয়তায় কুখ্যাত এই মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৭ মাদক ব্যবসায়ী হলো ১) রফিকুল (৩৫) পিতা : ইসমাইল হোসেন, পাবনা সদর ২)আহমেদ রঙ্গিন (২৫) পিতা : ওয়াহেদ রঞ্জু, সাড়া ঝাউদিয়া, ঈশ্বরদী, ৩) রশিদ (২৫) পিতা : আইনুল ব্যপারী, পাকশী, ঈশ্বরদী, ৪) আলমগীর (৩৫) পিতা : মোজাফফর , দরিনারিচা, পুরাতন ঈশ্বরদী, ৫)ইয়াকুব (২৩) পিতা: আমজাদ, পূর্ব টেংরী , ঈশ্বরদী, ৬) ইব্রাহিম (২৫) পিতা : নওসা ফকির, পাকশী, ঈশ্বরদী, ৭) মমিন (২২) পিতা : মালেক , পাকশী, ঈশ্বরদী।
গ্রেফতারকৃতরা একাধিক মাদক মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের সময় ৭ জনের নিকট থেকে বিপুল পরিমান হিরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com