বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৭:০৪ পূর্বাহ্ন
ঈশ্বরদীতে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মল্লিক (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের অড়নকোলা ফকিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চাঁদ মল্লিকের ছেলে।
এ সময় নছিমন উল্টে আহত হয় আরো পাঁচজন। আহতদের মধ্যে উপজেলার চরকুরুলিয়া গ্রামের শিহাব হোসেন (৪০) ও আওতাপাড়া গ্রামের জিল্লু মিয়াসহ (২৫) চারজনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বাচ্চুর পরিবার জানায়, বাচ্চু গরু কেনার জন্য তার মোটরসাইকেলে করে আরো দুইজনকে নিয়ে অড়নকোলা গরুর হাটে যাচ্ছিল। এ সময় এই দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, ঘটনার সময় অড়নকোলা গরুর হাটে গরু পরিবহনের জন্য দাশুড়িয়া এলাকা থেকে আসা নসিমনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাচ্চু ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় নসিমন উল্টে রাস্তার পাশে খাদে পড়ে আরো পাঁচজন আহত হয়।
© All rights reserved 2020 ® newspabna.com