শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৬:২৮ পূর্বাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি প্রার্থীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা ৮ টি মোটর সাইকেল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। বুধবার (১৮ মে) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
ছলিমপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী শাহরিয়ার আহমেদ শহিদ সরদার জানান, বুধবার দিবাগত রাত ১১ টার দিকে নির্বাচনী প্রচার কাজ শেষে বাড়ি ফেরার সময় বরইচরা হাটের উপর পৌছানোর সাথে সাথেই প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মজিদ বাবলুর লোকজন আমাদের উপর অতর্কিতে হামলা চালায়।
সন্ত্রাসীরা আমাদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ব্যাপক মারপিট করে। আমিসহ অন্তত ১০ জন মারাত্মক আহত হই। আহতদের মধ্যে জ্যাকি, সুমন, বাবু, রানা, পল্টু বিশ্বাস, নাজমুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় সন্ত্রাসীরা আমাদের ৮ টি মোটর সাইকেল ভেঙ্গে চুরমার করে দেয়।
তিনি আরো দাবী করেন, আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। বার বার অভিযোগ দিয়েও কোন লাভ হচ্ছে না। আমি সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ চাই।
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মজিদ বাবলু বলেন, বরইচরা হাটের উপর একটু ঝামেলা হয়েছে শুনেছি। তবে কারা বিএনপি প্রার্থীর উপর হামলা করেছে আমি জানি না। তারা আমার লোকজন নয়, বিএনপির প্রার্থীর উপর এখন যারাই হামলা করুক না কেন আমার উপর দোষ চাপানোর চেষ্টা করবে তারা।
ছলিমপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ইঞ্জি: রোমেল হায়দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2020 ® newspabna.com