শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (০৬ মার্চ) ভোট গণনা শেষে এ উপজেলার আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন উপজেলা রিটার্নিং অফিসার।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম নিউজ পাবনা ডটকমকে জানান, ঈশ্বরদী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাহমুদা বেগম ২৩ হাজার ১শ’ ৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুন ফেরদৌস রুনু পেয়েছেন ১ হাজার ৭শ’ ৬৫ ভোট। ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার জন।
© All rights reserved 2020 ® newspabna.com