বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৪:১৬ পূর্বাহ্ন
ঈশ্বরদীতে পাঁচ সন্ত্রাসী গ্রেফতার
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে আওয়ামী লীগের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিলে অস্ত্রের মহড়া ,বোমা বিস্ফোরণ ও হামলা মামলার ২ আসামিসহ বিভিন্ন মামলায় পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
শনিবার (২৩ জুলাই) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মশুরিয়া পাড়ার আঃ লতিফের ছেলে শরিফুল ইসলাম ও নুর আলীর ছেলে আমিনুল ইসলাম, চরগড়গড়ির করম আলীর ছেলে আঃ সাত্তার, বাবুপাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে আমিনুল ইসলাম ও নাটোরের গোসইপুরের মিজান আলীর ছেলে শাহিন ইসলাম।
ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এএসআই তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com