শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৯:০০ অপরাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করে পালিয়েছে। ‘এন্ডএ’ ট্রাভেলিং গুডস বাংলাদেশ লিমিটেড নামে চামড়াজাত পণ্য তৈরির এই প্রতিষ্ঠান শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে।
ঈদের আগে বন্ধ কারখানা চালু এবং বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বেকার হয়ে পড়া সাড়ে তিনশ’ শ্রমিক-কর্মচারী।
রোববার (০৪ জুন) ঈশ্বরদী প্রেস ক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকরা জানান, গত ১০ জানুয়ারি তাদের বেতন-ভাতা ও ভবিষ্যৎ তহবিলের টাকা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে মালিকপক্ষ।
ঈশ্বরদী ইপিজেডের জিএম শাহ আলম সরকার জানান, এই কারখানার মালিক আমাদের সঙ্গে কমিটমেন্ট রক্ষা করেনি এবং নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানে লে অফ ঘোষণা না করে কারখানায় তালা ঝুলিয়ে কোরিয়া চলে গেছেন।
তাদের কাছে ঈশ্বরদী ইপিজেডের পাওনা রয়েছে প্রায় ৭০ হাজার ডলার। আমরা অনেক চেষ্টা করেও তাদের ধরতে পারছি না।
© All rights reserved 2020 ® newspabna.com