সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৭:২৭ অপরাহ্ন
পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর এলাকায় বাসের ধাক্কায় ঈশ্বরদী উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর মিয়া (৫০) নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন পাবনা জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ খুরশিদ আলম।
বুধবার (৯ মার্চ) বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা ড. হাসানুল কবীর কামালী জানান, কালিকাপুরে একটি মাঠ দিবসের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন আলমগীর মিয়া ও খুরশিদ আলম। এসময় একটি বাসের ধাক্কায় তারা দু’জন গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে আলমগীরের মৃত্যু হয়।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
© All rights reserved 2020 ® newspabna.com