রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৩:৩৮ পূর্বাহ্ন
ঈশ্বরদীতে বিদেশী মদ সহ গ্রেফতার ৩
ঈশ্বরদী প্রতিনিধি: ইশ্বরদীতে অভিযান চালিয়ে বিদেশী মদ সহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ ।
পুলিশের দেওয়া তথ্যমতে, শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের ফতেমহম্মদপুর এলাকার গাওছিয়া মসজিদের পাশে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির টিএসআই মতিয়ার রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালায়।
এ সময় তারা ফতেমহম্মদপুর নিউ কলোনী এলাকার মৃত আরশেদ আলীর ছেলে সাগর (২১), আব্দুল করিম এর ছেলে আরিফ (১৯) এবং মৃত কামরুদ্দিনের ছেলে গুড্ডু (১৮) কে মদ বিক্রির সময় আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে মসজিদের পাশ থেকে বাজারের ব্যাগ থেকে ২ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছে বলে তাদের কাছে অভিযোগ ছিল। এব্যাপারে ঈশ্বরদী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com