শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ এবার ঈশ্বরদীতে ভিন্ন রং ও আঙ্গিকে বৃহস্পতিবার নতুন বাংলা বছর ১৪২৩ বঙ্গাব্দের সূচনা দিনে পহেলা বৈশাখ নানা কর্মসুচির মধ্য দিয়ে পালন করা হয় ।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং ক্ষুদে চিত্র শিল্পীর ক্যানভাস আর স্থানীয় কণ্ঠ শিল্পীদের গানে গানে বর্ষবরণ পালন করা হয়
বাঙালীর এই দিনটিকে স্মরণীয়-বরণীয় করে ধরে রাখতে রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান ।
সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে পান্থাভোজন, আলোচনাসভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির বাড়িতে লাঠি খেলার আয়োজন করা হয় । মন্ত্রী নিজেই এ খেলার উদ্বোধন ও খেলা উপভোগ করেন ।
প্রেসক্লাব,নিউএরা ফাউন্ডেশন, এসএম স্কুল ও কলেজের পক্ষ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি ।
খেলাঘর, সপ্তক, ডিডিপি, উদিচী, ললিত কলা একাডেমি , সুর্যোদয়সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা পরিবেশন করে বাঙালী সাংস্কৃতির আদোলে গান ও নৃত্য ।
কেন্দ্রীয় শহীদ মিনারেও অনুষ্ঠান মালার আয়োজন করা হয় ।
পাকশী রেলের বিভাগীয় অফিসের পক্ষ থেকেও পান্থা ভোজন, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । তেইশ জেলার সমন্বয়ে গঠিত পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন এসব অনুষ্ঠানের নেতৃত্ব দেন ।
বিকালে দিয়ার বাঘইল মন্ডল বাড়িতে আয়োজন করা হয় বর্ষবরণের নানা আয়োজন এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
সাইফুল ইসলাম বাবু মন্ডলের সভাপতিত্বে এতে ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসাবে অংশ নেন ।
সকাল থেকে দিনব্যাপি পাকশীর জোড়া সাঁকো লালন শাহ ও হার্ডিঞ্জ সেতু এলাকায় বসে বিভিন্ন বয়সী মানুষের মেলা ।
হাজারো কপোত কপোতি,যুবক-যুবতি ও শিশুদের পদচারনায় মুখরিত হয়ে উঠে নদী অঞ্চল । বাঙালী সাঙস্কৃতির আদোলে তৈরী নানা পসরা সাজিয়ে বসা দোকানীরাও আনন্দ উপভোগ করেন ভিন্নমাত্রায় ।
© All rights reserved 2020 ® newspabna.com