বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:০২ পূর্বাহ্ন
ঈশ্বরদীতে যুবলীগ-ছাত্রলীগ সভাপতিসহ ৫০ জনের
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম খাঁন ও ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসসহ ৫০ নেতাকর্মীর নামে অস্ত্র ও বোমা বিস্ফোরণ আইনে থানায় মামলা করা হয়েছে।
গত ১৪ জুলাই সকালে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মিছিলে অবৈধ অস্ত্র দিয়ে গুলি ফোটানো, বোমাবাজি, মারপিট, ইটপাটকেল নিক্ষেপ এবং আওযামী লীগ অফিস ভাংচুরের অভিযোগে শুক্রবার (১৫ জুলাই) রাতে এই মামলা করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকাল সরদার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
আকাল সরদার এ প্রতিনিধিকে বলেন, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে এগারটায় ১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঈশ্বরদী উপজেলা ১৪ দল ও আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি শুরুর পর স্টেশন রোডস্থ প্রগতি রেঁস্তোরা পার হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব থেকে ওঁত পেতে থাকা আব্দুস সালাম খাঁন ও ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের নেতৃত্বে বন্দুক, কাটা রইফেল, পিস্তল ও বোমাসহ মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় অনেকেই আহত হয়। এক পর্যায়ে আতংকিত আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আশ্রয় নেয়। তখন সন্ত্রাসীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়েও হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করে।
© All rights reserved 2020 ® newspabna.com