বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০২:১৩ পূর্বাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি : নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্চনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রোববার (২২ মে) সকালে ঈশ্বরদীর “জিরো” পয়েন্ট রেলগেটে মানব বন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার পক্ষ থেকে এসব কর্মসুচির আয়োজন করা হয়।
সভাপতি অধ্যক্ষ আইনুল ইসলামের সভাপতিত্বে ঘন্টাকালব্যাপি অনুষ্ঠিত এ কর্মসুচিতে বক্তব্য দেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান,অধ্যক্ষ ডক্টর আসলাম হোসেন, অধ্যক্ষ আব্দুল হামিদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও স্ংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ আক্তার পান্না, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, প্রভাষক আ.ফ.ম. রাজিবুল আলম ইভান, প্রভাষক খাইরুল কবীর লিটন, সাংবাদিক মাহবুবুল হক, প্রভাষক ইসমাইল হোসেন,প্রধান শিক্ষক শামসুল আলম, শিক্ষক ইব্রাহিম হোসেনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
বক্তারা শিক্ষক লাঞ্ছনাকারী এমপি সেলিম ওসমানের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
© All rights reserved 2020 ® newspabna.com