মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৯:৩৫ অপরাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর বিহারি বাজার এলাকায় রোববার (০৭ মে) সকালে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ীর বাড়ি হতে সর্ববৃহৎ ৬ হাজার ৮০০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করেছে আমবাগান ফাঁড়ি ও ঈশ্বরদী থানা পুলিশ।
এসময় মাদক ব্যবসায় আলিয়া ভুলুর স্ত্রী ফিরোজা বেগম (৩৩) এর নিকট হতে ওই ইয়াবা পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। আলিয়া ভুলুর স্ত্রী ফিরোজাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আলিয়া ভুলু ঈশ্বরদীর কুখ্যাত মাদক ব্যবসায়ী। গত বছরের ২০ সেপ্টেম্বর রাতে ঈশ্বরদী শহরের রহিমপুর মোড় থেকে ডিবি পুলিশ আলিয়া ভুকুকে গ্রেফতার করেছিলেন।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল মজিদ জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার ও সহকারী শহর উপ-পরিদর্শক (টিএসআই) মতিয়ার রহমানসহ পুলিশের একটি আভিযানিক দল ফতেমোহাম্মদপুর লোকোসেড এলাকায় অভিযান চালায়।
এসময় বিহারি বাজার সংলগ্ন আলিয়া ভুলুর বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই বাড়ির একটি ঘরে পলিথিনের ব্যাগে রক্ষিত ইয়াবাগুলো উদ্ধার এবং আলিয়া ভুলুর স্ত্রী ফিরোজাকে গ্রেপ্তার করা হয়। স্ত্রী গ্রেপ্তার হলেও আলিয়া ভুলু পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, আলিয়া ভুলুসহ ১০-১৫ জন মাদক ব্যবসায়ীকে সাথে নিয়ে একটি সিন্ডিকেট তৈরী করে দীর্ঘদিন ধরে ফতেমোহম্মদপুর, বখশীর চক, ভ‚তেরগাড়ি, পাতিলাখালি ও পশ্চিমটেংরীসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। এর আগেও তাকে কয়েকদফা গ্রেপ্তার করা হয়। আইনের ম্যারপ্যাচে জেল হতে বের হয়ে সে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, গ্রেফতারকৃত কামাল হোসেন ওরফে আলিয়া ভুলুর স্ত্রীও মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে গ্রেফতার করে প্রচলিত আইনে মামলা হচ্ছে। এটাই ঈশ্বরদীতে আটককৃত সর্ববৃহৎ ইয়াবার চালান বলে তিনি জানিয়েছেন।
© All rights reserved 2020 ® newspabna.com