বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৪:০০ পূর্বাহ্ন
ঈশ্বরদীতে সিডিএ নেতাদের আলোচনা সভা অনুষ্ঠিত
ঈশ্বরদী প্রতিনিধি : দেশের ১৫টি রাষ্ট্রায়ত্ব চিনিকলের কৃষি বিভাগকে কৃষি মন্ত্রনালয়ে অর্ন্তভূক্ত করার দাবীতে ঈশ্বরদীতে সিডিএ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে কেন্দ্রীয় সিডিএ সংসদের আয়োজনে ঈশ্বরদীর জিন্নাহ্ সুপার মার্কেটে দেশের সকল চিনিকলের কৃষি বিভাগে কর্মরত সিডিএ কর্মকর্তাদের অংশগ্রহনে এই কর্মসূচী পালন করা হয়।
ফরিদপুর সুগার মিলের সিডিএ ও কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল বাসার বাঁদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পাবনা সুগার মিলের সিডিএ মোঃ নজরুল ইসলাম, কেরু এন্ড কোং এর সিডিএ সাহেব আলী, পঞ্চগড় সুগার মিলের সিডিএ মোঃ রুহুল আমীন ও রাজশাহী সুগার মিলের সিডিএ কাউসার আহমেদ এবং সেতাবগঞ্জের তৈমুর আলী, পাবনা সুগার মিলের ইব্রাহীম হোসেন, নাটোর সুগার মিলের মিজানুর রহমান ও নর্থবেঙ্গল সুগার মিলের সিডিএ দীপক কুমার সরকার বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া সুগার মিলের সিডিএ মাহাবুল ইসলাম।
সমাবেশে প্রায় তিন শতাধিক সিডিএ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে সুগার মিলের কৃষি বিভাগকে কৃষি মন্ত্রনালয়ে অর্ন্তভূক্ত করার দাবী জানিয়ে বলেন, সকল সিডিএদের যৌক্তিক দাবি মানা না হলে সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেশের সকল সুগার মিল বন্ধ করে দেয়া হবে।
© All rights reserved 2020 ® newspabna.com