শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৫:২৮ পূর্বাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় তানিম খান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের ছোট ভাই তাফিম খান (১৫)।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের খালেদ খানের ছেলে।
সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, দুপুরের দিকে তানিম ও তাফিম দুই ভাই মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী মিরকামারী গ্রামে নানার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন।
পথে কোলেরকান্দির বটতলা এলাকায় একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে দুই ভাই ছিটকে পাকা রাস্তায় পড়েন।
এ সময় দাশুড়িয়া দিক থেকে আসা একটি ট্রাক তানিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানিমের মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহতের ছোট ভাই তাফিমকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি।
© All rights reserved 2020 ® newspabna.com