সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৩:৩৯ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : ঈশ্বরদীতে মাথা পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ফার্ম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করেন।
নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন- আটঘরিয়া উপজেলার দরিনাজিরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মোহা: শিপন (২২) ও পার্শ্ববর্তী গ্রাম আয্য পাড়ার হাসিবুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দাশুড়িয়াতে দাওয়াত খাওয়ার জন্য ৬/৭টি মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে একটি বহর নিয়ে যাচ্ছিছিলেন।
বহরের অন্যরা তাদের পেছনে ফেলে চলে গেলেও এই আরোহী দুইজন মোটরসাইকেল পেছনে পড়েন। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দাশুড়িয়া-মূলাডুলি মহাসড়কের ফার্ম পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত মুখী একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস চাপা দিলে রাস্তায় পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বাসটিকে কেউ আটক করতে পারেনি, এমনকি কোন পরিবহনের ওই বাসটি সেটাও নিশ্চিত করতে পারেনি কেউ।।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গনেশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আরোহীদের মাথা থেঁতলে যাওয়ায় তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি সূত্র ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুইজনেরই মাথার খুলি থেঁতলে মগজ বের হয়ে গেছে। ইতোমধ্যেই লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
© All rights reserved 2020 ® newspabna.com