শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৫:৩১ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঈশ্বরদী আড়ামবাড়িয়া এলাকা থেকে হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটককৃত নারী রত্না খাতুন (৩৫)এর বাড়ি সাথিয়া থানার করমজা নিশিপাড়া গ্রামে। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রবিবার রাতে অধিদপ্তরের ইনচার্জ সানোয়ার হোসেনসহ সঙ্গিয় ফোর্স উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান পরিচালনা করেন।
মাদকবিরোধী টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আড়ামবাড়িয়া এলাকায় শিহাব হোসেনের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
লালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী (পাবনা থ-১১-১৭১৩) নম্বরযুক্ত একটি সি.এন.জি’র গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে সিএনজির পেছনের সিটে বসা রত্না খাতুন (৩৫), স্বামী আবু তালেব গ্রাম- করমজা নিশিপাড়া, থানা- সাথিয়া, জেলা পাবনাকে হ্যান্ডব্যাগের ভেতর ১০টি পলিথিনের পোটলায় রাখা মোট ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত হেরোইনের দাম পঞ্চাশ হাজার টাকা।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৩৭ ।
© All rights reserved 2021 ® newspabna.com