শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৭:১৬ অপরাহ্ন
মা-ছেলে গ্রেপ্তার
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে গতকাল রোববার (১৪ আগস্ট) হেরোইন বিক্রির দায়ে মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে হেরোইনের ব্যবসা চালিয়ে আসছিলো।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল দুপুর ১২টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়।
সে সময় ৭০ পুরিয়া হেরোইনসহ মা (৪৭) ও ছেলেকে (২৮) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ওসি আবদুল হাই তালুকদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com