রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৬:২১ অপরাহ্ন
ঈশ্বরদী সংবাদদাতা : ২ নভেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।
ঈশ্বরদীতে এ দুই পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ৫৩৭৯ জন।
উপজেলা শিক্ষা অফিস হতে জানা যায়, ঈশ্বরদীতে এবার ৪৮০৭ জন জেএসসি ও ৫৭২ জন জেডিসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ঈশ্বরদীতে মোট ৫টি কেন্দ্রে জেএসসি ও ১ টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেএসসি কেন্দ্রগুলো হচ্ছে সরকারী সাড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ (১১৮৫), ঈশ্বরদী গালর্স স্কুল এন্ড কলেজ (১৩৬১), পাকশী বালিকা উচ্চ বিদ্যালয় (৮৫৮), নর্থ বেঙ্গল পেপার মিল হাই স্কুল (৭৯০), বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয় (৬১৩) ও জেডিসি কেন্দ্র নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় (৫৭২)।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফুল ইসলাম জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ঈশ্বরদীর সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com