মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:২১ পূর্বাহ্ন
ঈশ্বরদীতে ৯ মাদক সেবির দণ্ড
ঈশ্বরদী প্রতিনিধি : রোববার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ৯ মাদক সেবিকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
এসময় তাদের নিকট থেকে ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃতরা হলো রাজশাহীর রবিউল ইসলামের ছেলে রবিন ইসলাম। মাজদিয়ার সাহাজ উদ্দিনের ছেলে হাসান আলী,সিরাজুল ইসলামের ছেলে রাসেল আলী ও আতর আলীর ছেলে জীবন। রাজশাহী বিনোদপুরের সানোয়ার হোসেনের ছেলে বাপ্পি, মানিক নগরের আজিবর প্রামানিকের ছেলে রনি আহমেদ, আলাউদ্দিনের ছেলে সুজন, তাহের প্রামানিকের ছেলে মানিক ও মহাদেবপুরের রাজু ফকিরের ছেলে রাজেন ফকির।
এদিন বিকালে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞবিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল মাহমুদ এদেরকে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা ঘোষণা করেন।
© All rights reserved 2020 ® newspabna.com