মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৮:২৯ পূর্বাহ্ন
ঈশ্বরদী সংবাদাতা : ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার পাবনা জেলা ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার তাকে সংগঠন থেকে অব্যাহতির নোটিশ দেওয়া হয়।
পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ করায় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে অব্যাহতি দেওয়া হলো।
ঈশ্বরদী ইপিজেডের জাপানি প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ম্যানেজার মমিনুল ইসলামকে মারধর ও চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় সাব্বির হোসেনকে সোমবার কারাগারে পাঠান আদালত।
ওই মামলার জামিন নিতে ছাত্রলীগ নেতা সাব্বির পাবনা আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি বলেন, জেলা ছাত্রলীগের নির্দেশনায় সাব্বির হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com