মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০১:৪৩ পূর্বাহ্ন
শহর প্রতিনিধি : পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হাফিজুর রহমান হত্যার সাথে জড়িতদের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবীতে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পাবনা সংবাদপত্র পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত হাফিজুর রহমানের বাবা আব্দুর রাজ্জাক।
তিনি জানান, তার ছেলে মাছ ব্যাবসায়ী ছিলেন। গত ২১ জানুয়ারি রাত সোয়া ৯ টার দিকে দাশুড়িয়া হাট থেকে বাড়ী ফেরার পথে ব্যবসায়ীক দ্বন্দ্বে একটি চিহিৃত সন্ত্রাসী বাহিনী তাকে হত্যা করে ঢুলটি মোড় বাচ্চুর বাড়ির সামনে ফেলে রাখে।
খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরের দিন নিহত হাফিজুর রহমানের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় বাদী পক্ষের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভ্যান চালক মৃত রহমত উল্লাহর ছেলে আব্বাস এবং কয়েকদিন পর এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দাশুড়িয়া পুরাতন ট্রাফিক মোড়ের মাছের আড়ৎদার বাবু (৫০) কে গ্রেফতার করে পুলিশ। এদেরকে পুলিশ রিমান্ডেও নেওয়া হয়।
তিনি বিশ্বস্তসুত্রে আরও জানতে পারেন যে, গ্রেফতারকৃত ২ জনসহ আরও ৩ জন তার ছেলে হাফিজুর রহমান হত্যার সাথে জড়িত ছিল।
এদিকে একই উপজেলার দরগাপাড়া সড়ইকান্দি গ্রামের জামাল, বকুল এবং রতন মোবাইলে বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। এদের ভয়ে মামলার বাদী গ্রাম ছেড়ে অনত্র বসবাস করছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে তার ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবী করেন এবং তার পরিবারের নিরাপত্তা চান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত হাফিজুর রহমানের মামা মুন্নুছ বিশ্বাস, ভগ্নিপতি এনামুল হক, চাচাত মামা কুতুব উদ্দিন, সাগর প্রমুখ।
© All rights reserved 2020 ® newspabna.com