রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৬:২৮ পূর্বাহ্ন
ঈশ্বরদী সংবাদদাতা : রাশিয়ান নাগরিকসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরতরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প ও প্রকল্প নির্মাণ সংশ্লিষ্ট রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান ‘জেএসসি এটমএস্ট্রয়এক্সপোর্ট’ এর পক্ষ থেকে সকালে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রত্যুষে কার্যক্রমের অংশ হিসেবে প্রকল্প এলাকায়ন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রভাতফেরী নিয়ে ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে নিয়োজিত মূখ্য প্রকৌশলী শরিফুল ইসলাম, গৌতম রায়সহ কর্মকর্তাবৃন্দ এবং প্রকল্প নির্মাণ সংশ্লিষ্ট রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান ‘জেএসসি এটমএস্ট্রয়এক্সপোর্ট’ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2021 ® newspabna.com