মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৫:৫৯ অপরাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদী বিমান বন্দরের বাউন্ডারী দেয়াল নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম করার অভিযোগ উঠেছে।
এলাকাবাসি ও প্রত্যক্ষ দর্শীদের দেয়া অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন থেকে এলাকাবাসির দাবির প্রেক্ষিতে ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে নানা ভাবে আশ্বাস দেয়া হচ্ছিল।
রানওয়ে বর্ধিত করণ ও বাউন্ডারি দেয়াল নির্মাণসহ নানা সমস্যার অজুহাতে বিমান বন্দরটি চালু করা হয়নি।
সাম্প্রতিক সময়ে স্থানীয় জনগণ ও ভূমিমন্ত্রীর তাগিদের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগের কিছুটা টনক নড়ে। এরই প্রেক্ষিতে প্রায় দেড় মাস আগে দেড় লাখ টাকা ব্যায়ে বিমান বন্দরের পূর্ব পার্শ্বে প্রায় ১ হাজার ফুট দীর্ঘ বাউন্ডারি দেয়ালের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
ডেল্টা এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে এ কাজের শুরু থেকেই অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে।
বাউন্ডারি দেওয়ালের প্রতি ১০ ফুট পর পর কলাম নির্মাণ করার নিয়ম রয়েছে। প্রত্যেকটি কলামের রডে ও সিমেন্টের পরিমাণে ঘাপলা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নিম্নমানের রড, সিমেন্ট, বালু ব্যবহার করা হচ্ছে। মসল্লায় সিমেন্টের পরিমাণ কম দেয়া হচ্ছে।
সরেজমিন গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল কোন ব্যাক্তি বা কোন প্রকৌশলীকে পাওয়া যায়নি।
বিমানের স্থানীয় অফিসের এক ব্যক্তির সহযোগিতায় স্থানীয় একটি বিশেষ সিন্ডিকেডের কতিপয় সদস্যকে বিশেষ আর্থিক সুবিধার শর্তে ঠিকাদারী প্রতিষ্ঠানের ইচ্ছামাফিক কাজ সম্পন্ন করার দায়িত্ব দেয়া রয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com