রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১২:০২ অপরাহ্ন
ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত
ঈশ্বরদী প্রতিনিধি: দুর্নীতি ও দায়িত্বে অবহেলার দায়ে ঈশ্বরদী ভূমি কার্যালয়ের এক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম গতকাল বৃহস্পতিবার (০৪ আগষ্ট) ওই কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দেন।
ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, অফিস সহায়ক ফরিদ আহমেদ দীর্ঘদিন ধরেই কর্মস্থলে অনুপস্থিত। এর আগেও তাঁকে কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সতর্ক করা হয়।
গতকাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার আকষ্মিক ভাবে কার্যালয় পরিদর্শনে যান। এ সময় ফরিদ অনুপস্থিত ছিলেন। পরে তাঁর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে পেরে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com