সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:১২ পূর্বাহ্ন
ঈশ্বরদী হাসপাতালে জর্দা, গুল, সাদাপাতা, বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তামাক বিরোধী অভিযান পরিচালনা করে তামাক বিরোধী নারীজোট ও হাসপাতাল কর্তৃপক্ষ।
অভিযান শেষে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে উদ্ধার করা বিভিন্ন ধরনের তামাকজাত দ্রব্য হাসপাতালের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এর সমন্বয়ক সাইদা আখতার, উবিনীগের সমন্বয়ক জয়নাল আবেদীন খান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খানম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সানোয়ার রহমান খোকন, তাবিনাজের সদস্য মাহমুদা বেগম, নাসরিন পারভিন, আরফান আলী, গোলাম মোস্তফা রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানান, আগামী ১৯ মার্চ থেকে তামাকজাত দ্রব্যের প্যাকেট মোড়ক, কার্টুন বা মোড়কের উভয় পাশে সচিত্র সতর্কবানী মুদ্রণ বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com