বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের বিসিবি একাদশ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। টেস্ট সিরিজের প্রাথমিক দলে থাকা পাঁচ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ১৪ সদস্যের দলে।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২৯ জানুয়ারি শুরু হবে ম্যাচ। বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। তার সঙ্গে এই দলে আছেন খালেদ আহমেদ, সাদমান ইসলাম, ইয়াসির আলী ও সাইফ হাসান। যেখানে একমাত্র স্পিনার হিসেবে থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
গেলো যুব বিশ্বকাপজয়ী পাঁচ ক্রিকেটার আকবর আলী, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহিন আলম ও শাহাদাত হোসেন ডাক পেয়েছেন বিসিবি একাদশে। এছাড়া পেসার শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শাহিন আলম থাকছেন পেস অ্যাটাকের দায়িত্বে।
© All rights reserved 2021 ® newspabna.com