শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৪:৫৬ অপরাহ্ন
উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ
নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশনে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে গেছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টায় মালবাহী ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইকবাল জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে। পাথর বোঝাই করে মালবাহী ট্রেনটি কুষ্টিয়ার দর্শনা থেকে যমুনা সেতু এলাকায় আসছিল। সয়দাবাদ রেলস্টেশনে ট্রেনটি ইঞ্জিন লাইনচ্যুত হয়।
© All rights reserved 2020 ® newspabna.com