বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৩:২১ অপরাহ্ন
আটঘরিয়া সংবাদদাতা : বুধবার (১৮ মে) সকাল ৮টার দিকে পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাইপাই গ্রামের আব্দুল আলীম বাবু (১৭) নামের এক এইচ.এস.সি পরীক্ষার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে তার আপন চাচা ।
পরীক্ষার্থী আব্দুল আলীম বাবু সাইপাই গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে । সাত বছর আগে আব্দুল আলীম বাবুর পিতা শাজাহান আলী পৃথিবী থেকে চলে যান না ফেরার দেশে ।
তারপর থেকে মৃত শাজাহান আলীর ভাই (বাবুর চাচা ) মাওলানা মনিরুজ্জামান ইয়াকুব (৫৫) তাদের সমস্ত জমিজমা ভোগ দখল করতে থাকে ।
দীর্ঘদিন তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো । বুধবার সকালে আব্দুল আলীম বাবু তার চাচাকে তাদের জমিজমা ফিরিয়ে দেওয়ার কথা বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে চাচা মনিরুজ্জামান ভাটিজা আব্দুল আলীম এর মাথায় আঘাত করে ।
সঙ্গে সঙ্গে বাবু মাটিতে লুটিয়ে পরে । পরে তার বোন ও মাসহ কয়েকজন তাকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে । এখন আব্দুল আলীম বাবু আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় আছে ।
© All rights reserved 2020 ® newspabna.com