মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৭:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) পাবনা শাখার ৪৩ তম বার্ষিক সাধারণ সভা ৩১ অক্টোরব ২০১৯ তারিখ জেলা পরিষদ মিলনায়তন (রশিদ হল) পাবনায় অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি আব্দুল মতীন খানের সভাতিত্বে বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোঃ শামীম আহমেদ, পেশ ইমাম, শিবরামপুর মাওঃ মহিউল ইসলাম জামে মসজিদ, পাবনা।
বিগত ১ বছরে এফপিএবি পরিবারের যে সকল স্বেচ্ছাসেবী, কর্মকর্তা/কর্মচারী এবং তাদের নিকটতম আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাদের বিদেহী আত্মার উদ্দেশ্যে শোক প্রস্তাব উপস্থাপন করেন শাখার পরিষদের সম্মানিত সদস্য কামরুন্নাহার লূনা।
অতঃপর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ শামীম আহমেদ।
বিগত (৪২ তম) বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী উপস্থাপন করেন শাখার জেলা কর্মকর্তা ও এক্স-অফিসিও জনাব মোঃ আছাদুজ্জামান ।
অক্টোবর ২০১৮ থেকে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত সময়ের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন এফপিএবি পাবনা শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতীন খান।
অক্টোবর ২০১৮ থেকে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত সময়ের আয় ব্যয়ের হিসাব এবং ২০১৮ সালের এক্সটারনাল অডিট রিপোর্ট উপস্থাপন করেন শাখার কোষাধ্যক্ষ জনাব মোঃ মোক্তার হোসেন।
এছাড়া শাখার প্রাক্তন জাতীয় কাউন্সিলর,এফপিএবি এর প্রাক্তন এনইসি সদস্য ও আজীবন সদস্য এবং চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ মাষ্টার এফপিএবি’র নীতি নির্ধারনী বিষয়ক এবং বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সমাপনী বক্তব্যে শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতীন খান উপস্থিত সদস্যদের বিভিন্ন জিঞ্জাসার গঠনমূলক ব্যাখা প্রদান করেন।
তিনি এফপিএবি’র সয়ম্বভরতার স্বার্থে উপস্থিত সকল সদস্যদের এফপিএবি ক্লিনিকে ক্লায়েন্ট রেফার,প্রোগ্রামের সমপৃক্ততা, ক্লিনিক ব্লিডিং নির্মান ইত্যাদি বিষয়ে সার্বিক সহযোগিতার অনুরোধ করেন।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। সভায় শাখার ৭০ জন সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com