বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৫:২১ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : এইচএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো এবারেও পাবনা ক্যাডেট কলেজ চমক দেখিয়েছে। এ কলেজ থেকে ৪৮ ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
রোববার (২৩ জুলাই) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাবনায় এবারে জিপিএ-৫ এর সংখ্যা গতবারের চেয়ে কম। এ জেলা থেকে এবারে প্রায় ৪’শ পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। গতবার এ সংখ্যা ছিল ৫ শতাধিক।
পাবনা ক্যাডেট কলেজ ছাড়াও, পাবনা সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। পাসের হার ৯২.৭।
পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। পাসে হার ৯২.০১।
ঈশ্বরদী সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন। ঈশ্বরদী এসএম স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
এ ছাড়া জেলার অন্যান্য উপজেলা কলেজ থেকে আরো অর্ধ শতাধিক জিপিএ-৫ পেয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com