বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ন
বার্তাকক্ষ : এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের চেক ছাড় হয়েছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে এই অর্থ তোলার নির্দেশনা দেয়া হয়।
সোমবার (১৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা যায়।
প্রতিষ্ঠান প্রধানদের মাউশির ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
বেতনের সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংক (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ২০ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার চেক রবিবার (১২ জুলােই) নির্ধারিত ব্যাংকে জমা দেয়া হয়।
© All rights reserved 2020 ® newspabna.com