মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৫:১৩ অপরাহ্ন
কিংবদন্তি কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তার কোকিলা কন্ঠে এদেশের সংগীত পিয়াসী মানুষদের মাত করে রেখেছেন কয়েক দশক ধরে। তিনি বেশ সময় নিয়ে গান করেন তাই অনেকদিন পর পর গানে দেখা মিলে এই সুকন্ঠির।
এবার তিনি নতুন ‘অভিমানের বৃষ্টি’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন ‘রঙের কৌটা’ খ্যাত গীতিকবি এ মিজান। গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন জিয়া খান। সম্প্রতি মগবাজার দিলু রোডের একটি স্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিন পরে নতুন এ গানটিতে কন্ঠ দিয়ে বেশ আশাবাদি কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘গানের কথা খুব সুন্দর। সুন্দর কথার সাথে মিল রেখে জিয়া খান ভালো সুর করেছেন। মনের মতো একটি গান বলা চলে। গানটি সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে।’
এ মিজান বলেন, ‘শ্রদ্ধেয় সাবিনা আপার মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি সৌভাগ্যবান বলেই তার জন্য গান লেখার সুযোগ হয়েছে। জিয়া ভাই সুন্দর সুর করেছেন। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’
খুব শিগগিরই গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এ মিজান।
© All rights reserved 2020 ® newspabna.com