বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৫:০০ অপরাহ্ন
শহর প্রতিনিধি : ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে রোববার পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর ও পৌর যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন খোকনের সভাপতিত্বে ও পৌর যুবলীগের আহবায়ক শ্রী বিশ্বজিৎ ঘোষের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি খালেকুজ্জামন সুইট, হেলাল প্রামানিক, সহ-প্রচার সম্পাদক জুয়েল চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আল মামুন বাবু, সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল খায়ের রাজা, বঙ্গবন্ধু যুব পরিষদের জেলা যুগ্ম আহবায়ক মাহমুদ, সদর থানা বঙ্গবন্ধু যুব পরিষদের যুগ্ম আহবায়ক মাজেদ, বুলবুল কলেজের সাবেক ভিপি ও সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাবেক পৌর আওয়ামীলীগ নেতা মো. খোকন, যুবলীগ নেতা টিটু সরকার, মিজান প্রমূখ।
সভায় আরও বক্তব্য রাখেন সদর থানা ছাত্রলীগের সভাপতি সজীব, সাংগঠনিক সম্পাদক মামুদ ওয়াহিদ, যুবনেতা মনিরুজ্জামান মানিক, যুব নেতা হালিম শেখ, ছাত্রলীগ নেতা নজিবুল হাসান প্রিন্স, যুবনেতা আব্দুল্লাহ আল মামুন আকাশ, ছাত্রনেতা সাদ্দাম, রনি, মুরাদসহ আরও অনেকে।
সভায় বক্তারা ঐতিহাসিক মুজিব নগর দিবসের প্রেক্ষাপট তুলে ধরে বলেন যারা আওয়ামীলীগের নাম ব্যবহার করে আদর্শকে পুঁজি করে টাকার পাহাড় গড়ছে বিনিময়ে দলীয় প্রতীকের সাথে বেইমানী করে তারা বঙ্গবন্ধুর আদর্শের যোগ্য নেতা হতে পারবে না। তারা রাজনৈতিক ব্যবসায়ী।
এছাড়া সভায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী শরীফের উপর হামলার নিন্দা জানানো হয়। এবং সভায় বঙ্গবন্ধুর ছবিতে মাল্যদান করে। সভাটি পরিচালনা করেন যুবনেতা মামুন আজিজ খান তুষার।
© All rights reserved 2020 ® newspabna.com