শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:৪৮ অপরাহ্ন
আরিফ খাঁন, বেড়া, পাবনা : পাবনার সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় সাঁথিয়া থানা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭মার্চ দিবস উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রোববার ( ৭ ই মার্চ) বিকেলে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, প্রধানমন্ত্রীর দেয় ভাষণ সরাসরি সম্প্রচার, সরকারের বিগত বছরের উন্নয়ন মুলক কর্মকান্ড নিয়ে প্রমাণ্য চিত্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে ও ওসি তদন্ত আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এড. শামসুল হক টুকু এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা সুযোগ্য পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা এড. আসিফ শামস রঞ্জন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন রানা, অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যানবৃন্দ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
© All rights reserved 2021 ® newspabna.com