সোমবার, ০৮ মার্চ ২০২১, ০১:০৪ পূর্বাহ্ন
কবর থেকে এক নারীর লাশ চুরির সময় এক কথিত কবিরাজকে আটক করেছে পুলিশ। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাতে এলাকার একটি কবরস্থান থেকে তাকে ধরে ফেলেন গ্রামবাসী। রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কবিরাজ দিলীপ দাস (৫২) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত যতন দাসের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানান, দিলীপ দাসের বাবা যতন দাস গ্রামে ঝাড়ফুঁকের কবিরাজ ছিলেন। যতন দাস মারা যাওয়ার পর তার ছেলে দিলীপ দাস কবিরাজী শুরু করেন। মঙ্গলবার রাতে দিলীপ দাস স্থানীয় কবরস্থানে প্রবেশ করে এক নারীর কবরের বেড়া কেটে মাটি খোঁড়া শুরু করেন।
এ সময় লুৎফর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি মাটি খোঁড়ার শব্দ পেয়ে এগিয়ে গেলে দিলীপ কবর থেকে দ্রুত উঠে পালানোর চেষ্টা করে। চিৎকার ও চেঁচামেচির শব্দে এলাকাবাসী ছুটে এসে দিলীপকে ধরে ফেলে। পরে গোদাগাড়ী থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) নিত্যপদ দাস জানান, মৃতদেহের অবমাননার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। বুধবার দুপুরে দিলীপ দাসকে আদালতে পাঠিয়ে তিন দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, মাসখানেক আগে সন্তানসম্ভবা একজন নারী রান্না করতে গিয়ে শাড়িতে আগুন লেগে গুরুতর অগ্নিদগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি ওই নারী মারা গেলে তাকে রসুলপুর গোরস্থানে দাফন করা হয়। এ লাশটি দিলীপ চুরি করার চেষ্টা করছিল।
© All rights reserved 2021 ® newspabna.com