বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৩:৪১ অপরাহ্ন
ঢাকা অফিস : রাজধানীসহ সারাদেশে তেলের নতুন দর কার্যকর হয়েছে। রোববার রাত ১২টার পর থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। তবে রাজধানীর অনেক তেলের পাম্প রাত ১২টার আগেই বন্ধ হয়ে যাওয়াতে মূলত সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে নতুন দরে তেল বিক্রি শুরু হয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক তৃতীয়াংশে নেমে আসলে দীর্ঘদিন বিভিন্ন মহল থেকে তেলের দাম সমন্বয়ের দাবি উঠে। অবশেষে সরকার রোববার তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী নতুন দরে অকটেন বিক্রি হবে ৮৯ টাকায়, যা আগের মূল্য ৯৯ টাকা; পেট্রোল বিক্রি হচ্ছে ৮৬ টাকায়, যা আগের মূল্য ৯৬ টাকা এবং ডিজেল বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, যা আগের মূল্য ছিল ৬৮ টাকা। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেলের এ নতুন দর কার্যকর করার খবর পাওয়া গেছে।
এদিকে, তেলের নতুন দর আসছে এমন খবরে দীর্ঘদিন ধরেই বেশির ভাগ পাম্প মালিকরা তেল আনা কমিয়ে দিয়েছিল। তারপরও দর কমায় মজুদ তেলের জন্য কিছুটা ক্ষতি গুণতে হবে ব্যবসায়ীদের।
© All rights reserved 2020 ® newspabna.com