রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৫:৫৮ অপরাহ্ন
বার্তাকক্ষ : করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাবনার কৃতি সন্তান কামাল লোহানীকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘আজ শুক্রবার (১৯ জুন) বিকাল ৫টার দিকে কামাল লোহানীকে আইসিইউতে নেওয়া হয়। আমাদের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছেন। এই কার্যক্রম শেষ হলে আমি আপনাদের বিস্তারিত জানাতে পারব।’
এর আগে, কামাল লোহানীর করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেন তার ছেলে সাগর।
সেসময় তিনি বলেন, ‘বাবার অবস্থা সংকটাপন্ন।’
গত মাসের মাঝামাঝিতে কিডনির সমস্যাসহ কামাল লোহানীর (৮৬) অন্যান্য শারীরিক জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কামাল লোহানীর জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সনতলা গ্রামে। বাবা আবু ইউসুফ মোহাম্মদ মুসা খান লোহানী। মা রোকেয়া খান লোহানী।
সাংবাদিক কামাল লোহানী দেশভাগের পর ১৯৪৮ সালে পাবনা চলে আসেন। ভর্তি হলেন পাবনা জিলা স্কুলে। ১৯৫২ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন।
এরপর ভর্তি হন পাবনা এডওয়ার্ড কলেজে। এই কলেজ থেকেই উচ্চমাধ্যমিক পাস করেন। আর উচ্চমাধ্যমিক পাস করার পরই প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি টানেন তিনি।
কামাল লোহানী ‘দৈনিক আজাদ’, ‘দৈনিক সংবাদ’, ‘দৈনিক পূর্বদেশ’, ‘দৈনিক বার্তা’সহ বিভিন্ন পত্রিকার কর্মরত ছিলেন। তিনি সাংবাদিক ইউনিয়নে দুদফায় যুগ্ম-সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হন।
তিনি গণশিল্পী সংস্থার সভাপতি ছিলেন। ১৯৬২ সালে স্বল্পকাল কারাবাসের পর কামাল লোহানী ‘ছায়ানট’ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাড়ে চার বছর এই দায়িত্ব পালন করেন। এরপর মার্কসবাদী আদর্শে ১৯৬৭ সালে গড়ে তোলেন ‘ক্রান্তি’।
তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র সভাপতি ছিলেন চার বছর (২০১২ ডিসেম্বর – ২০১৬ ডিসেম্বর)। বর্তমানে উদীচীর কেন্দ্রীয় কমিটির এক নাম্বার সদস্য।
পাবনার এই কৃতি সন্তান সাংবাদিকতায় ২০১৫ সালে একুশে পদক লাভ করেন।
© All rights reserved 2020 ® newspabna.com