মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:২৬ পূর্বাহ্ন
দক্ষিণ ফ্লোরিডায় বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের এন্টিবডি নিয়ে শিশুর জন্ম হয়েছে বলে দাবি করা হয়েছে। দুই শিশু চিকিৎসক পল গিলবার্ট ও চ্যাড রুডনিক অপ্রকাশিত এক নিবন্ধে এমনটাই দাবি করেছেন। যাদও এখনো তা পিয়ার-রিভিউ করা হয়নি।
জানা গেছে, শিশুটির নাড়ীর রক্ত পরীক্ষা করে তাতে করোনাভাইরাসের অ্যান্টিবডি শনাক্ত হয়। অতএব, মাতৃত্বকালীন ভ্যাকসিন গ্রহণের ফলে সার্স-কোভ-২ (করোনাভাইরাস) এর বিরদ্ধে সুরক্ষা ও সংক্রমণ হ্রাসের সম্ভাবনা তৈরি হয়।
ওই দুই শিশু বিশেষজ্ঞ দাবি করেছেন, দক্ষিণ ফ্লোরিডায় এক অন্তঃসত্ত্বা ওই নারী প্রথমসারির একজন স্বাস্থ্যকর্মী। তিনি জানুয়ারিতে ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় মডার্নার টিকা গ্রহণ করেন। সম্প্রতি ওই নারী সন্তান প্রসব করেন। ভূমিষ্ট হওয়ার সময় ওই শিশু করোনার এন্টিবডি নিয়ে জন্মগ্রহণ করেছে।
সূত্র : দ্য গার্ডিয়ান।
© All rights reserved 2021 ® newspabna.com