সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৩:৩২ পূর্বাহ্ন
বার্তাকক্ষ : করোনা ভাইরাসে মহামারি তাণ্ডবে বিপর্যস্ত পুরোবিশ্ব। প্রতিদিনই বাড়ছে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর প্রতিষেধক আবিষ্কারে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে এ নিয়ে সুখবর দিল জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির গবেষকরা।
তাদের দাবি, বিখ্যাত কোলেস্টরল কমানোর ওষুধ ফেনোফাইব্রেটে করোনা ভাইরাসে মারণ ক্ষমতা কমছে।
গবেষকরা দাবি করছে, এই ওষুধ প্রয়োগের ফলে করোনার সামান্য জ্বরে পরিণত হচ্ছে। যা সহজে সেরে যাচ্ছে। ফলে করোনার মারণ ক্ষমতা কমাতে এই ওষুধ বিশেষভাবে সাহায্য করছে, এ কথা বলাই যায়।
গবেষণায় দেখে গেছে, করোনা ভাইরাস ফুসফুসের এক প্রকার ক্ষতি করছে,যার কারণে ফুসফুস কার্যক্ষমতা কমছে। সেই জন্যই যাদের ডায়াবেটিস রয়েছে বা কোলেস্টরল রয়েছে, তাদের শরীরে করোনা সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। আর তাদেরই এই ওষুধ প্রয়োগ করলে মৃত্যুর ঝুঁকি কমছে।
প্রফেসর ইয়াকোভ নাহমিয়াসের দাবি, ক্লিনিক্যাল স্টাডিজের মাধ্যমে এই তথ্য জানা গেছে। ওষুধের একটি নির্দিষ্ট কোর্স শেষ করলে আক্রান্তদের শরীরে করোনার ঝুঁকি কমে যাচ্ছে। কমছে এই ভাইরাসের মারণ ক্ষমতাও। এই ওষুধ করোনার সংক্রমণকে সাধারণ ঠান্ডা লাগার সমস্যায় পরিণত করছে।
গবেষকরা বলেছেন, ভাইরাস আসলে পরিজীবী। করোনা ভাইরাস শরীরে মেটাবলিজম নিয়ন্ত্রণ করতে পারে। যদি এর বিরুদ্ধে লড়তে হয়, তাহলে একে উৎস থেকে বিচ্ছিন্ন করতে হবে। সেই কাজটাই এই ওষুধে করা হবে, দাবি গবেষকদের।
বুধবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৬৫৫ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮১ হাজার ৩১৬ জনের।
বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪৫ হাজার ৭৭ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৪৩ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত ১৯ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৭৪ হাজারের বেশি মানুষের।
আক্রান্তের হিসেবে ভারত আছে তৃতীয় স্থানে। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৪ হাজারের বেশি মানুষের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
© All rights reserved 2020 ® newspabna.com