বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১২:১৩ পূর্বাহ্ন
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী ওলেনা জেলেনস্কার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার ওলেনা জেলেনস্কার করোনা পজিটিভ হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কাসহ ৬৮৩ জনের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত জেনে রীতিমতো হতভম্বহয়ে পড়েছেন প্রেসিডেন্টপত্নী। ফার্স্ট লেডির করোনা ধরা পড়লেও প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও তার দুই সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
নিজের করোনায় আক্রান্তের খবর জানিয়ে ওলেনা জেলেনস্কা এক ফেসবুক পোস্টে লিখেছেন, আজ আমি করোনাভাইরাস টেস্টের রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। এটা আমার জন্য অপ্রত্যাশিত খবর।
তিনি বলেন, এতোদিন ধরে আমি এবং আমার পরিবার সব বিধিনিষেধ মেনে চলেছি। মাস্ক, গ্লাভস ব্যবহার করছি নিয়মিত। সামাজিক দূরত্ব বজায় রেখেও জীবন যাপন করেছি। এরপরও আমার করোনা পজেটিভ আসে। এটা আমার জন্য সত্যি অপ্রত্যাশিত।
ওলেনা বলেছেন, বর্তমানে তিনি ভালো আছেন। হাসপাতালে ভর্তি হননি। তবে স্বামী, সন্তান থেকে আইসোলেশনে আছেন তিনি।
ইউক্রেনে এখন পর্যন্ত অন্তত ২৯ হাজার ৭৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮৭০ জন।
© All rights reserved 2020 ® newspabna.com