সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১১:৩৬ অপরাহ্ন
আরটিভির স্টাফ রিপোর্টার ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক সুকান্ত সেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেলআই রির্পোটার ফেরদৌস রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী ও দু’টি ছেলেমেয়ে রেখে গেছেন।
ফেরদৌস রবিন জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৬ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সুকান্ত সেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
সুকান্ত সেনের মৃত্যুতে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সাবেকমন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সদর পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বেলকুচির মেয়র বেগম আশানুর বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
সুকান্ত সেন জেলা পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি শহরের ডক্টরস ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com