সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:১৮ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
হাবিবুল বাশার গণমাধ্যমকে জানান, সোমবার আমি হাসপাতালে ভর্তি হয়েছি। ডাক্তার বলেছেন, আমার ফুসফুসে ইনফেকশন বেড়েছে এবং আমি যেন দ্রুত হাসপাতালে ভর্তি হই। ফুসফুসে সমস্যার কারণে জ্বরটা ছাড়ছিল না। তবে এই মুহূর্তে আমার জ্বর নেই।
এখন তিনি সম্পূর্ণ সুস্থ। শ্বাস নিতেও কোনো সমস্যা হচ্ছে না। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
গত ১১ নভেম্বর পরীক্ষা করিয়ে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। তারপর বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে ফুসফুসে ইনফেকশন বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন হাবিবুল বাশার সুমন।
© All rights reserved 2021 ® newspabna.com