মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০১:১৯ অপরাহ্ন
করোনা টিকা গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। যারা রাজস্ব খাত থেকে বেতন-ভাতা তোলেন তাদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।
সোমবার (১ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক মো. রুহুল আমিন (সাধারণ প্রশাসন) স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, টিকা গ্রহণ সংক্রান্ত পত্রের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে কভিড-১৯ মোকাবিলায় টিকা গ্রহণ প্রসঙ্গে দেয়া চিঠিতে মাউশি বলছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে এ বিভাগ ও এর আওতাধীন সব অধিদফতর-দফতর-সংস্থায় কর্মরত যেসব কর্মকর্তা-কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন ভাতা গ্রহণ করেন তাদেরকে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে কভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
© All rights reserved 2021 ® newspabna.com